Showing posts with label Local News. Show all posts
Showing posts with label Local News. Show all posts

17 May 2019

প্রভাবশালী বখাটের কারনে লেখাপড়া বন্ধের পথে মেয়েটি | Please Help Her

প্রভাবশালী বখাটের কারনে লেখাপড়া বন্ধের পথে মেয়েটি

#বখাটে #লেখাপড়া #মেয়েটি
---------------------------------------------------------------------------------------------------
Video Link -  https://youtu.be/T98srFKF1NE
---------------------------------------------------------------------------------------------------
হ্যালো : +8801717865020


11 May 2019

ইফতারে সলপের ঘোল ও মাঠা | Best Drinks for iftar Solop Ghol & Matha

দুধ জাল দিয়ে তৈরি ঘোল এতটাই উপকারিতা অপরিসিম । অনেকেই ঘোল খেয়েছেন আবার কেউ নাম শুনেছেন কিন্তু খাননি । ঘোল চেনেন না এমন মানুষ পাওয়া কঠিন । অথচ এই ঘোল কোথায় কিভাবে তৈরি হয় এব্যাপারে অনেকেরই অজানা ।ইফাতারে তেষ্টা মেটাতে ঘোলের নেই কোনও বিকল্প বিস্তারিত জানতে ভিডওটি দেখুন .. #ঘোল #মাঠা #ইফতারি

Link - https://youtu.be/4lZYU3M0jsE --------------------------------------------------------------------------------------------------- হ্যালো : +8801717865020

09 May 2019

এ কেমন শিক্ষক | বাপ ছেলেকে পেটালেন এক সাথে

এ কেমন শিক্ষক বাপ ছেলেকে পেটালেন এক সাথে
শিক্ষাক্ষেত্রে শিক্ষক ছাত্রের সম্পর্ক যদি না হয় বন্ধুর মতো তবে কোনওদিন সেই শিক্ষক তার ছাত্র ছাত্রীদের ভাল কিছু শিক্ষা দিতে পারেন না । একজন শিক্ষক ছাত্রের সম্পর্ক হবে সবচেয়ে ঘনিষ্ট তা না হয়ে বরং যদি হয় বাঘ আর ছাগলের মতো কিংবা শত্রুর মতো তাহলে সেই শিক্ষক কখনই শ্রদ্ধার স্থানে আর থাকেন না । এক পর্যায়ে ঘটে যায় হয় অনাঙ্কাখিত কোনও ঘটনা , এবার এমনই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ এর উল্লাপাড়ার ফলিয়া উচ্চ বিদ্যালয়ে । বিস্তারিত দেখুন ভিডিওতে ..
#শিক্ষক #বিদ্যালয় #সম্পর্ক
---------------------------------------------------------------------------------------------------
Link - https://youtu.be/Qrmtzqb38Gg
---------------------------------------------------------------------------------------------------
হ্যালো : +8801717865020


28 April 2019

অস্ত্র ঠেকিয়ে জোর করে মেলামেশা করায় কলেজ ছাত্রী গর্ভবতী

সিরাজগঞ্জের নিভৃত এক পল্লীর নাম চাকষা এই গ্রামের প্রভাবশালী এক ব্যাক্তি ও তার বংশের লোকেরা এই গ্রামের মানুষদের প্রজা মনে করে তাদের উপর চালানো হয় আদিম যুগীয় বর্বরতা এমনই এক বর্বরতার শিকার ভ্যান চালক শাহ আলম মন্ডল এর মেয়ে শিউলী খাতুন । গলায় অস্ত্র ঠেকিয়ে জোর করে শারিরিক মেলামেশা করা হয় এসময় ওই লম্পট আলিমের মোবাইলে ধারন করা হয় একটি ভিডিও ফুটেজ। পরবর্তিতে ওই ভিডিও বাজারে ছরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার শারিরিক মেলামেশা করা হয় শিউলীকে । লোক লজ্জার ভয়ে মুখ বুজে সব মেনে নেয় শিউলী কিন্ত এক পর্যায়ে যখন সে অন্তসত্তা হয়ে পড়ে তখন ঘটনাটি নজরে আসে সবার এবং এলাকায় এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় অতপর শিউলীর মুখ থেকে বেরিয়ে আসে ঘটনার অন্তরালে লুকিয়ে রাখা প্রকৃত ঘটনা। এঘটনার প্রধান খলনায়ক আলীম ঘটনারদিন রাতে কিভাবে তাকে বিবস্ত্র করে শারিরিক মেলামেশা করে সে কথা পরিবারের কাছে বর্ননা করেন শিউলী। এরপর মেয়ের সর্বনাশের বিষয়ে অভিযোগ নিয়ে বিচার চাইতে আলীমের গোষ্ঠীর অভিভাবক ও গ্রামের মাথা সাবেক চেয়ারম্যান আবু বকক্কর সিদ্দিকের কাছে যান শিউলীর বাবা শাহ আলম কিন্ত বিচারের নামে মিথ্যে সান্তনা দিয়ে ফিরিয়ে দেওয়া হয় তাকে এভাবে একদিন দ্ইুদিন করে মাস গড়িয়ে যায় কিন্ত বিচার তো দুরের কথা বরং লাশ পর্যন্ত গুম করে ফেলার হুমকি দেওয়া হয় শিউলীর পিতা শাহ আলমকে । এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে শাহ আলম বাদী হয়ে ঘটনার মূল হোতা আলীমকে আসামী করে উল্লাপাড়া থানায় একটি মামলা করে কিন্তু এই মামলা করাই যেন সব থেকে বড়ভুল হয়েছে তাই মামলা তুলে নিতে প্রতিনিয়ত মারধরের হুমকি আর বাড়ি ঘরে তান্ডব চালানো হচ্ছে অবশেষে আসামীদের ভয়ে অন্তসত্তা মেয়ে শিউলীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে পিতা শাহ আলম। এবার এইচএসসি পরিক্ষার্থী হলেও অন্তসত্তা হওয়ার কারনে পরিক্ষায় অংশগ্রহন করতে পারেনি শিউলী আর সেই আক্ষেপে সে এখন দিশেহারা। সমাজের অভিভাবক আর রাষ্ট্রের উচ্চপদস্থদের হস্তক্ষেপ কামনা করেই এখন রাত কাটে শিউলীদের।

 

27 April 2019

যেখানে সেখানে পশু জবাই করবেন তো মরবেন | Where the animal slaughtered there would die

যেখানে সেখানে পশু জবাই করবেন তো মরবেন কসাইখানা ও প্রয়োজনীয় জনবল না থাকায় সঠিকভাবে পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কের পাশেই চলছে গরু,মহিষ,ভেড়া ও ছাগল জবাইয়ের কাজ। তাই হাট-বাজারে বিক্রি হওয়া এসকল মাংস কতটুকু নিরাপদ তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনি নিয়মিতভাবে যত্রতত্র জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য থেকে পরিবেশ দূষনের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুকি । পাবনা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের বালসাবাড়ি জুংলিপুর ব্রীজের নিকট দীর্ঘ বছর যাবত প্রতিদিন ৪-৫ টি করে গরু জবাই করেন স্থানীয় বাজারের মাংস বিক্রেতারা। কিন্তু স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগ চাষ দেওয়ার জন্য জমিতে নামলে ইদানীং তাদের শরীরে চুলকানি ও অনুভব হয়... সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়ায় গত ২০১৩ সালে গরুর রক্ত থেকে অঙ্গহানীর মতো মারাত্মক চর্ম রোগে আক্রান্ত হয়েছিল প্রায় অর্ধশতাধিক মানুষ ও অসংখ্য গবাদি পশু। বিশেষজ্ঞরা এই রোগটিকে তড়কা (অ্যানথ্রাক্স) রোগ হিসেবে সনাক্ত করেছিলেন । সে সময় এই রোগে আক্রান্ত অসংখ্য গবাদি পশুকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছিল। তবে খুব শক্তিশালী হওয়ায় অ্যানথ্রাক্স বা এই জাতিয় জীবানু প্রায় ৫০ বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে দাবি করে ডাঃ সুকুমার সুর রায়, অবঃ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সরকারিভাবে নির্ধারিত চিকিৎসকের পরীক্ষা-নিরিক্ষা পূর্বক ব্যবস্থাপত্র ও কসাইখানা ছাড়া কখনওই যেখানে সেখানে পশুজবাই করা উচিত না । সরকারিভাবে মনিটরিং না করা হলে বিষয়টি মানবজীবনে মারাত্মক হুমকির কারন হতে পারে বলে তিনি আশঙ্কা করেন ... উপযুক্ত চিকিৎসক এবং কসাইখানা না থাকায় পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির কথা স্বীকার করে বিষয়গুলি আরো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোর্শেদ উদ্দিন আহম্মদ বলেন, অ্যানথ্রাক্স বা এর মতো ভয়ানক যে সকল সংক্রামিত ব্যাধি আছে সেগুলি প্রতিরোধে নিয়মিত জনসচেতনতা মূলক সভা করা সহ বিভিন্ন কর্মসুচির কথা জানিয়ে উদ্ধত্বন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পরিক্ষগার দেওয়া হলে তারা এবিষয়ে শতভাগ সেবা নিশ্চিত করতে পারবেন.. #গরু_ছাগল_মহিষ #জবাই #Cow --------------------------------------------------------------------------------------------------- Link - https://youtu.be/FPIqc6uHirY ---------------------------------------------------------------------------------------------------

25 April 2019

চুরি বিদ্যা মহা পাপ না পরিলে ধরা | Theft is not a great sin

সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই পৌছে দেওয়ার চেষ্টায় যখন মরিয়া তখনই এক শ্রেনীর অভিনব চোরেরা ভুয়া ছাত্র ছাত্রী দেখিয়ে তাদের নামে বই তুলে বিক্রি এমনকি নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র একটি ঘর বানিয়ে সেটাকে স্কুল হিসেবে কাগজে কলমে নথিভুক্ত করে সেই স্কুলের উন্নয়নের নামে লাখ টাকার সরকারি বরাদ্দ নিয়ে নিয়মিত আত্নসাৎ করে আসছে একটি অসাধু চক্র .. ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের আনন্দবেড়া গ্রামে । কাগজে কলমে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় নাম থাকলেও বাস্তবে নেই তার কোনও অস্তিত্ব বিস্তারিত দেখুন ভিডিওতে .. #বইচুরি #সরকারি_বরাদ্দ_আত্নসাৎ #উল্লাপাড়া --------------------------------------------------------------------------------------------------- Link - https://youtu.be/Lp_IBoiDMoM ---------------------------------------------------------------------------------------------------

23 April 2019

গাড়ি থেকে অকটেন পেট্রোল ও ডিজেল চুরি হয় যেভাবে | How to steal octane petrol and diesel from the car

গাড়ি থেকে অকটেন পেট্রোল ও ডিজেল চুরি হয় যেভাবে | How to steal octane petrol and diesel from the car সারাদেশে মহাসড়কে বিভিন্ন যানবহনে ব্যবহারকৃত অকটেন পেট্রোল ও ডিজেল সহ জ্বালানী তেল কিভাবে চুরি করা হয় । How to steal fuel oil including octane petrol and diesel used on various highways in the highway across the country. #মহাসড়কে #অকটেন_পেট্রোল_ডিজেল #চুরি --------------------------------------------------------------------------------------------------- Link - https://youtu.be/whHSuIirW7g --------------------------------------------------------------------------------------------------- হ্যালো : +8801717865020 # সোস্যাল মিডিয়ায় আমাকে খুজুঁন https://www.facebook.com/sisir.alam https://twitter.com/AlamSisir https://www.instagram.com/sisiralam https://sisiralam.blogspot.com https://plus.google.com/+Studio24x7 --------------------------------------------------------------------------------------------------- Thank's For Watching & Subscribe ME : https://goo.gl/Uxfgma ---------------------------------------------------------------------------------------------------

22 April 2019

তেল চুরির হিরিক লেগেছে মহাসড়কে | Oil stolen heroic on the highway

তেল চুরির হিরিক লেগেছে মহাসড়কে Oil stolen heroic on the highway মহাসড়কে তেল চুরির হিরিক লেগেছে সারাদেশে বিভিন্ন যানবহনে ব্যবহারকৃত জ্বালানী তেল সরবরাহ করা হয়ে থাকে সরকার অনুমোদিত দেশের বিভিন্ন ওয়েল ডিপো থেকে এর মধ্যে যমুনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল ডিপো উল্লেখজনক । এই সকল ডিপোর আশেপাশে গড়ে উঠেছে শতাধিক চোরাই তেলের দোকান তারা তেলবাহি লরি থেকে পেট্রল ও অকটেন নামিয়ে পরিবর্তে ডিজেল দিয়ে শুন্যতা পুরুন করে । এতে আমাদের প্রিয় যানবাহন গুলি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় প্রতিনিয়ত । তবে এসকল বিষয় দেখেও অদৃশ্য কারনে মুখ বুজে বসে থাকেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না । সেই সাথে আমার পরবর্তী ভিডিও’র আপডেট পেতে সাবস্ক্রাইব করুন -ধন্যবাদ । #তেল #চুরি #Oil #highway #stolen --------------------------------------------------------------------------------------------------- Link - https://youtu.be/peVw-xV9zBo --------------------------------------------------------------------------------------------------- হ্যালো : +8801717865020

21 April 2019

ভাড়া বাড়িতে দেহ ব্যবসার সময় ৩ পতিতা ও ভুয়া স্বামী এবং বাড়িওয়ালা সহ ৫ জন আটক | Deho Bebsa

বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা ও মিনি পতিতালয় অবশেষে থানা পুলিশ অনুসন্ধানী সাংবাদিকতায় আরো একটি সফলতা আমার ক্যারিয়ারে... শাহজাদপুরের সরিষাকোল গ্যাস পাম্পের নিকটে একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন দেহ ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপ করে মিনি পতিতালয় গড়ে তুলেছিল একটি চক্র। ছোটভাই আলমগীর ও মইনুল এবং আমার ক্যামেরাপার্সন কামাল আহমেদের সহযোগিতায় কৌশলে ফাঁদ পেতে বসেছিলাম এক সপ্তাহ যাবত.. অতপর আজ সকালে আমাদের পাতানো ফাঁদে আটকা পরে চার পতিতা এক খদ্দের ও আশ্রয়দাতা বাড়িওয়ালা সহ ৫ জন। এরপর থানায় খবর দিয়ে তাদের তুলে দিলাম পুলিশের হাতে। ..কিন্তু দুখজনক বিষয় হলো পুলিশের খুব অনিহা বোধকরেছি তাদের আটকের বিষয়ে.. চারবার ফোন করেছি ওসি সাহেবকে তারপরও ১০ মিনিটের রাস্তা আসতে পুলিশের সময় লেগেছিল ১ ঘন্টা প্রায় তাই এরমধ্যে এক পতিতা পালিয়েছে আমাদের চোখের আড়ালে..

13 April 2019

অসহায় নারীর শ্লীলতাহানি ইজ্জতের মূল্য ভাগবাটোয়ারা | Women can't getting her worth

অসহায় নারীর শ্লীলতাহানি ইজ্জতের মূল্য ভাগবাটোয়ারা Women can't getting her worth

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার অসহায় এক তালাকপ্রাপ্তা নারীর শ্লীলতাহানি অভিযোগ উঠেছে । এঘটনায় ওই নারী ও তার পরিবারের লোকেরা স্থানীয় গ্রামপ্রধানদের কাছে বিচার চাইলে কতিপয় গ্রামপ্রধানরা অভিযুক্ত আসামী আলীমের থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে নিজেরাই ভাগবাটোয়ারা করে নিয়েছে বিচারকরা । এদিকে ইজ্জতের মূল্য না পেয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন সেই নারী ও তার পরিবার । বিস্তারিত দেখুন ভিডিওতে …

08 April 2019

গৃহবধুর পেটের ভেতের গজ রেখে সেলাই #সত্যঘটনা_ReaLSTORY

গৃহবধুর পেটের ভেতের গজ রেখে সেলাই দেওয়া হয়েছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ার চক্ষু জেনারেল হাসপাতালে এরপর ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে অপারেশন এর মাধ্যমে বাঁচাতে হয় উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের ওই গৃহবধুকে বিস্তারিত শুনুন তার মুখেই... #সত্যঘটনা #ReaLSTORY
-------------------------------------------------------------------------------------------
Thanks For Watching & Subscribe now : https://goo.gl/Uxfgma
-------------------------------------------------------------------------------------------

তাতেঁর শাড়ী তৈরী হয় কিভাবে দেখুন #সত্যঘটনা_ReaLSTORY

ঘটঘট খটখট শব্দ শুনলেই বোঝা যায় এটা তাঁত পল্লী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের কামারখন্দ,এনায়েতপুর, বেলকুচি, উল্লাপাড়া ও শাহাজাদপুুর উপজেলায় প্রায় দুই লাখ তাঁতী পরিবার রয়েছে। তবে দফায় দফায় রং ও সুতা সহ প্রয়োজনীয় কাচাঁমালের মুল্য বৃদ্ধি পাওয়ায় যে হারে বাড়ছে উৎপাদন খরচ সে হারে বাড়ছে না পন্যের দাম তাই লোকসান খেয়ে দিনদিন বন্ধ হয়ে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিয্যবাহী তাঁত শিল্প, সেই সাথে বেকার হয়ে পড়ছে শত শত শ্রমিক। কেউবা আবার ঘুরে দাড়ানো আশায় লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন কিন্ত লোকসানের মুখে তাঁত বন্ধ করে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে অনত্র গিয়ে ভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। এছাড়া শ্রমিকের মুজরী বৃদ্ধির পরিবর্তে কমে যাওয়ায় শ্রমিক সংকটের কারনেও বন্ধ হয়ে গেছে অনেক তাতকল। নানাবিধ সমস্যায় জর্জরিত তাত শিল্প মালিকদের দাবী ভারতীয় শাড়ির আগ্রাসন এবং রং ও সুতার বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং সরকারের পৃষ্ঠপোষকতায় তাতের পন্য বানিজ্যিকভাবে রপ্তানি না হওয়ার কারনে তাতের এমন দুর্দিন চলছে আর এভাবে চলতে থাকলে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে দেশের ঐতিয্যবাহী তাতশিল্প। তবে এসকল বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় তাতবোর্ডের লিয়াজো কর্মকর্তা তবে তাতশিল্প মালিক সমিতির নেতৃবৃন্দরা বলছেন ভিন্ন কথা, সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে লোন দেওয়া হবে ক্ষতিগ্রস্থ তাতীদের তাই চলছে জরিপের কাজ জরিপ শেষেই মিলবে এই সুবিধা এতে উপকৃত হবে তারা এমনটাই দাবী করেছেন সমিতির নেতারা ।
#সত্যঘটনা #REALSTORY
---------------------------------------------------------------------------------------------------

06 April 2019

পতিতাদের জীবন নিয়ে সাক্ষাৎকার #সত্যঘটনা_ReaLSTORY

পতিতাদের জীবন নিয়ে এই পর্বে একটি সাক্ষাৎকার মূলক তথ্য তুলে ধরা হয়েছে । তারা কেন দেহব্যবসায় পা রাখলেন আর কি কারনে তারা এই পথ বেছে নিলেন এসব কথা নিয়েই আজকের এই পর্ব ।   #সত্যঘটনা #REALSTORY
---------------------------------------------------------------------------------------------------
Subscribe For More  : https://goo.gl/Uxfgma

#সোস্যাল_মিডিয়ায়_আমাকে_খুজুঁন https://www.facebook.com/sisir.alam https://www.instagram.com/sisiralam



30 March 2019

বাড়িওয়ালা নিজেও জড়িত | স্বামী-স্ত্রী পরিচয়ে দেহ ব্যবসা | মিনি পতিতালয় পর্ব ৩ #সত্যঘটনা #REALSTORY

বাড়িওয়ালা নিজেও জড়িত | স্বামী-স্ত্রী পরিচয়ে দেহ ব্যবসা | মিনি পতিতালয় পর্ব ৩ #সত্যঘটনা #REALSTORY

সিরাজগঞ্জের শাহজাদপুরের সরিষাকোল গ্যাস পাম্পের পাশের একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপ করে মিনি পতিতালয় গড়ে তুলেছিল একটি চক্র। ছোটভাই আলমগীর ও মইনুল এবং আমার ক্যামেরাপার্সন কামাল আহমেদের সহযোগিতায় কৌশলে ফাঁদ পেতে বসেছিলাম এক সপ্তাহ যাবত.. অতপর আমাদের পাতানো ফাঁদে আটকা পরে তিন পতিতা এক খদ্দের ও আশ্রয়দাতা বাড়িওয়ালা সহ ৫ জন। এরপর থানায় খবর দিয়ে তাদের তুলে দিলাম পুলিশের হাতে । কিন্তু অবাক করা বিষয় হলো বাড়িওয়ালা সবকিছুই জানতেন । জেনে বুঝে দেহব্যবসার জন্য বাসা ভাড়া দিয়েছিলেন বাড়িওয়ালা । তাই বাড়িওয়ালা নিজেও জড়িত ওই দেহ ব্যবসায়ী চক্রের সাথে সে বিয়ষটি এখন পরিস্কার । পুরো ভিডিওটি দেখুন । -------------------------------------------------------------------------------------------

15 November 2018

সিরাজগঞ্জে পঞ্চম শ্রেনীর পিতৃহীন এক ছাত্রী পাঁচ মাসের গর্ভবতী.... ধিক্কার নয় কঠোর প্রতিবাদ জানানো উচিত আমাদের ।

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় প্রভাবশালী প্রতিবেশীর লাগাতার ধর্ষনের ফলে পিতৃহীন পঞ্চম শ্রেনির এক ছাত্রী (১২) পাচঁ (৫) মাসের অন্ত:সত্ত্বা হয়ে গিয়েছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার চকচৌবিলা গ্রামে । বিষয়টি প্রকাশের পর থেকে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে । কেউ বা আবার রসালো-রম্য গল্প হিসেবে অন্যদের কানভারী করছে ।

সিরাজগঞ্জে পঞ্চম শ্রেনীর পিতৃহীন এক ছাত্রী পাঁচ মাসের গর্ভবতী.... ধিক্কার নয় কঠোর প্রতিবাদ জানানো উচিত আমাদের ।
সিরাজগঞ্জে পঞ্চম শ্রেনীর পিতৃহীন এক ছাত্রী পাঁচ মাসের গর্ভবতী.... (প্রতীকি ছবি)


বৃহস্পতিবার (১৫নভেম্বর) সরজমিনে গিয়ে জানা যায়,কয়েক বছর আগে ৩ টি কন্যা সন্তান রেখে মারা গেছে উল্লেখিত কিশোরীর বাবা। মায়ের শ্রমিকের কাজের আয় দিয়ে চলে তাদের সংসার। স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শেনিতে পড়া লেখা করে সে।
মাদ্রাসা ক্লাস শেষে বাড়িতে একা থাকতো ওই কিশোরী। এ সুযোগে প্রায় ৮ মাস আগে থেকে পাশের বাড়ির চান আলীর  (কেরু) শিক্ষিত লম্পট ছেলে আকরাম হোসেন ওই ছাত্রীকে একাপেয়ে মাঝে মধ্যেই ধর্ষন করে। বিষয়টি প্রকাশ করতে চাইলে বিয়ের প্রলোভন দেয়া হয়। এর পরেও অনেকবার ধর্ষন করা হয় ওই কিশোরীকে। ফলে এখন সে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা।
ঘটনাটি প্রকাশ হওয়ার পর থেকেই পলাতক রয়েছে লম্পট আকরাম হোসেন। স্থানীয়রা বলছেন নানা ভাবে চাপ দেয়া হচ্ছে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য। কিশোরীর পরিবারকে দেখানো হচ্ছে ভয়ভীতিসহ অর্থের প্রলোভন। গর্ভের সন্তান নষ্ট করার জন্যও চাপ দেয়া হচ্ছে। পিতৃ পরিচয়ের দাবীতে সমাজের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে পঞ্চম শ্রেণীর কিশোরী ও তাঁর পরিবার।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার কিশোরীর অন্ত:সত্ত্বার বিষয়টি নিশ্চিত করেছেন। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড মো.তাজুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ডেসটিনি অনলাইনকে বলেন-এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LINK - 

সুত্র ঃ ডেসটিনি অনলাইন Published : Thursday, 15 November, 2018 at 4:20 PM,