25 April 2019

চুরি বিদ্যা মহা পাপ না পরিলে ধরা | Theft is not a great sin

সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই পৌছে দেওয়ার চেষ্টায় যখন মরিয়া তখনই এক শ্রেনীর অভিনব চোরেরা ভুয়া ছাত্র ছাত্রী দেখিয়ে তাদের নামে বই তুলে বিক্রি এমনকি নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র একটি ঘর বানিয়ে সেটাকে স্কুল হিসেবে কাগজে কলমে নথিভুক্ত করে সেই স্কুলের উন্নয়নের নামে লাখ টাকার সরকারি বরাদ্দ নিয়ে নিয়মিত আত্নসাৎ করে আসছে একটি অসাধু চক্র .. ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের আনন্দবেড়া গ্রামে । কাগজে কলমে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় নাম থাকলেও বাস্তবে নেই তার কোনও অস্তিত্ব বিস্তারিত দেখুন ভিডিওতে .. #বইচুরি #সরকারি_বরাদ্দ_আত্নসাৎ #উল্লাপাড়া --------------------------------------------------------------------------------------------------- Link - https://youtu.be/Lp_IBoiDMoM ---------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Note