02 September 2024

ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত ?

 ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত ?

ঘুমানোর সময় মোবাইল ফোন যেকোন দূরত্বে রাখা যেতে পারে। গবেষণায় একটা ব্যাপার আছে যেটাকে বলে পরিসংখ্যানগত তাৎপর্য (statistical significance)। মোবাইল ব্যবহারের সাথে বা মোবাইলের বিকিরণের সাথে কোন ধরণের ক্যান্সার বা স্নায়বিক সমস্যার সম্পর্ক আছে কি না সেটা নিয়ে গত ৩০ বছরে অনেক গবেষণা হয়েছে। কোন গবেষণায়ই এদের মাঝে কোন সম্পর্ক পাওয়া যায় নি।

এ নিয়ে বিস্তারিত জানার ইচ্ছে থাকলে নিচের দুটো সূত্র থেকে পড়ে নিতে পারেন। এ সূত্রগুলোতে প্রতিটা তথ্যের সাথে তাদের গবেষণার সূত্র দেয়া আছে। এবং কেন মোবাইল ব্যবহারের সাথে প্রচলিত গুজবগুলোর সম্পর্ক নেই সেটি ব্যাখ্যা করা আছে।

  1. আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট
  2. আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন

তাহলে কেন এই গুজবগুলো দেখা যায়? কারণ কোন খবরের ওয়েবসাইট ভয় দেখানো শিরোনামে লেখা লিখলে মানুষ সেটা সামাজিক গণমাধ্যমে বেশি শেয়ার করবে। বেশি শেয়ার করলে বেশি মানুষ পড়বে আর সেটা থেকে বিজ্ঞাপনের আয়ে বেশি হবে। এটুকুই।

স্বাস্থ্যগত কারণে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকা উচিৎ শুধুমাত্র যারা পেসমেকার ব্যবহার করে

। এর বাইরে যাদের মোবাইলের শব্দে বা কম্পনে (vibration) ঘুমের সমস্যা হয় তারা ঘুমের খাতিরে মোবাইল দূরে রেখে ঘুমাতে পারেন।

আর সামাজিক মাধ্যমে বিকিরণ (radiation) নিয়ে ভয় দেখায় (fear mongering) এমন মানুষের অভাব নেই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে বিকরণের সম্মুখীন হই। জেনে অবাক হবেন, প্রতি সেকেন্ডে আমাদের শরীরের ভেতর দিয়ে ১০০ ট্রিলিয়ন নিউট্রিনো কণা চলে যায়

 । যেকোন বিকিরণের নাম নিয়ে সামাজিক মাধ্যমে ভয় দেখানো আগের দিনের জ্বীন-ভূতে ধরার একটা আধুনিক সংস্করণ মাত্র।

প্রশ্নটি ছিলঃ ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত?


12 June 2024

ভাবিকে খেতে এসে | man came to eat and play catch | bd porokia | সত্যঘটনা – ReaLSTORY

 ভাবিকে খেতে এসে | man came to eat and play catch | bd porokia | সত্যঘটনা – ReaLSTORY


#jiboner_golpo #জীবনের_গল্প #ভাবি #porokia #পরকিয়া #প্রেম #পরকীয়া #bd @bd24

05 March 2024

প্রবাসীর স্ত্রীর ফোনালাপ ফাঁস | wife's phone call leaked | সত্যঘটনা – ReaLSTORY

 প্রবাসীর স্ত্রীর ফোনালাপ ফাঁস | Expatriate's wife's phone conversation leaked | সত্যঘটনা – ReaLSTORY--------------

#ফোনালাপ #phone_call #ফোন_আলাপ #ফাঁস #call_leaked #jiboner_golpo #জীবনের_গল্প #realstory #bd #সত্যঘটনা সত্যঘটনা - ReaLSTORY



28 February 2024

অন্যের বউ এর সাথে পরকীয়া করার পরিণতি | adultery with another's wife | সত্যঘটনা - ReaLSTORY

এই ভিডিওতে, আমরা একজন ব্যক্তির একটি বাস্তব গল্প শেয়ার করব যে অন্য কারো স্ত্রীর সাথে ব্যভিচার করেছিল। এই মর্মান্তিক এবং সত্য গল্পটি অবিশ্বাসের পরিণতি এবং ব্যক্তি এবং পরিবারের উপর এর প্রভাব তুলে ধরে।

আপনি যদি বিবাহবহির্ভূত সম্পর্কের পরিণতি সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে এটি একটি অবশ্যই দেখার ভিডিও। আমরা এই ধরনের ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত জটিল আবেগ এবং পরিণতিগুলি অনুসন্ধান করব, সেইসাথে কীভাবে অবিশ্বস্ততা প্রতিরোধ এবং মোকাবেলা করতে হবে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করব। এই বাস্তবতা মিস করবেন না!



20 February 2024

মামীর সাথে ধরা পরল ভাগ্নে | Family betrayal: Nephew's secret with mami | সত্যঘটনা – ReaLSTORY

এই বাস্তব জীবনের গল্পে, একটি ভাগ্নে তার মামির সাথে গোপন একটি পারিবারিক বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যায়। প্রেম, বিশ্বাসঘাতকতা, এবং পারিবারিক সম্পর্ক সম্পর্কে এই আকর্ষক ভিডিওতে উদ্ঘাটিত মর্মান্তিক ঘটনাগুলি দেখুন।

এই সত্যঘটনা (বাস্তব গল্প) আপনাকে আপনার আসনের প্রান্তে রাখবে কারণ আপনি গোপন রাখার পরিণতি এবং আমাদের কাছের লোকদের উপর এর প্রভাব সম্পর্কে শিখবেন। এই আবেগপূর্ণ এবং চোখ খোলার ভিডিও মিস করবেন না!
------------------------------
In this real life story, a nephew secret with his aunt leads to a family betrayal. Watch the shocking events unfold in this gripping video about love, betrayal, and family relationships.
This সত্যঘটনা (real story) will keep you on the edge of your seat as you learn about the consequences of keeping secrets and the impact it can have on those closest to us. Don't miss this emotional and eye-opening video!





10 February 2024

স্বামী-স্ত্রী পরিচয়ে দেহ ব্যবসা | Body trade in the identity of husband and wife | Sisir Alam blog

 অনুসন্ধানী সাংবাদিকতায় আরো একটি সফলতা আমার ক্যারিয়ারে... শাহজাদপুরের সরিষাকোল গ্যাস পাম্পের নিকটে একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন দেহ ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপ করে মিনি পতিতালয় গড়ে তুলেছিল একটি চক্র। ছোটভাই আলমগীর ও মইনুল এবং আমার ক্যামেরাপার্সন কামাল আহমেদের সহযোগিতায় কৌশলে ফাঁদ পেতে বসেছিলাম এক সপ্তাহ যাবত.. অতপর আজ সকালে আমাদের পাতানো ফাঁদে আটকা পরে চার পতিতা এক খদ্দের ও আশ্রয়দাতা বাড়িওয়ালা সহ ৫ জন। এরপর থানায় খবর দিয়ে তাদের তুলে দিলাম পুলিশের হাতে। ..কিন্তু দুখজনক বিষয় হলো পুলিশের খুব অনিহা বোধকরেছি তাদের আটকের বিষয়ে.. চারবার ফোন করেছি ওসি সাহেবকে তারপরও ১০ মিনিটের রাস্তা আসতে পুলিশের সময় লেগেছিল ১ ঘন্টা প্রায় তাই এরমধ্যে এক পতিতা পালিয়েছে আমাদের চোখের আড়ালে বিস্তারিত দেখুন ভিডিওতে.. যদি ভাল লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু মহলে..


Another success in investigative journalism in my career... In a house near Sarishakol gas pump in Shahjadpur, a circle of mini-brothels was built by pretending to be husband and wife and engaged in various anti-social activities including prostitution for a long time. With the help of younger brother Alamgir and Moinul and my cameraperson Kamal Ahmed, I sat for a week to get the trap.. Then this morning four prostitutes got caught in our trap, 5 people including a client and a shelter landlord. Then I informed the police station and handed them over to the police. .. but the sad thing is that the police are very reluctant to arrest them.. I called the OC sir four times, still it took 1 hour for the police to come on the 10-minute road, so in the meantime, one of the prostitutes escaped behind our eyes, see the details in the video.. If you like it, please like it. Share and comment to your friends.


09 February 2024

সাংবাদিকের ফাঁদে মিনি পতিতালয় | mini brothels with wife

শাহজাদপুরের সরিষাকোল গ্যাস পাম্পের নিকটে একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন দেহ ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপ করে মিনি পতিতালয় গড়ে তুলেছিল একটি চক্র। ছোটভাই আলমগীর ও মইনুল এবং আমার ক্যামেরাপার্সন কামাল আহমেদের সহযোগিতায় কৌশলে ফাঁদ পেতে বসেছিলাম এক সপ্তাহ যাবত.. অতপর আজ সকালে আমাদের পাতানো ফাঁদে আটকা পরে চার পতিতা এক খদ্দের ও আশ্রয়দাতা বাড়িওয়ালা সহ ৫ জন। এরপর থানায় খবর দিয়ে তাদের তুলে দিলাম পুলিশের হাতে।

..কিন্তু দুখজনক বিষয় হলো পুলিশের খুব অনিহা বোধকরেছি তাদের আটকের বিষয়ে.. চারবার ফোন করেছি ওসি সাহেবকে তারপরও ১০ মিনিটের রাস্তা আসতে পুলিশের সময় লেগেছিল ১ ঘন্টা প্রায় তাই এরমধ্যে এক পতিতা পালিয়েছে আমাদের চোখের আড়ালে..
-------------------------------------------


১ম পর্ব সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দেহ ব্যবসা ও মিনি পতিতালয় ..

ডলার জালিয়াতি চক্রের ফাঁদে পরে নিস্ব: মানুষ | Dollar Frauds Trapped: Humans

ডলার জালিয়াতি চক্রের ফাঁদে পরে নিস্ব: হয়ে যাওয়া কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার পিছু নিয়ে সিরাজগঞ্জ - টাঙ্গাইল ও গাজীপুর জেলার বৃহৎ একটি প্রতারক চক্র ও অপহরনকারীদের সাথে সখ্যতা গড়ে তুলে অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল খাটিয়ে তাদের মুখোশ খুলে দিয়ে পুলিশে সোপর্দ করে আনন্দ টিভির অন্তরালে টিম...।। ওই চক্রকে আটক করে পুলিশে সোপর্দ করার আগে তাদের আঘাতে গুরুতর জখম হয়েছিল অন্তরালে অনুষ্ঠানটিতে কর্মরত স্নাইপার টিম এর সদস্যরা, বিস্তারিত দেখুন নিচে... 

- সম্পাদনা: শিশির আলম |


● Dollar Party ●

The episode was in the trap of the Dollar fraud cycle, following the occurrence of some of the people of Nispi: the people of Sirajganj-Tangail and Gazipur districts, they developed a familiarity with journalists of investigative journalists by creating fraudulent journalism techniques and opening their masks and handing them over to police, behind Ananda TV. Team ..... Before the police was arrested and handed over to the police, their injuries were severely injured, members of the Sniper Team working in the program. See details below.

● Irregularities - A series of stories about the brave journalist's investigation report to show the back story of corruption and crime.


- Edit : Sisir Alam

29 January 2024

Ghol & Matha of Solop station | street food | সলপ স্টেশনের ঘোল ও মাঠা

রমজান মাস এলেই তিনগুন বৃদ্ধি পায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোলের চাহিদা কারন সারাদিন রোজা রাখার পর তৃষ্ণা মেটাতে ঘোলের কোনও বিকল্প নেই বললেই চলে তাই দুর দুরান্ত থেকে ঘোল পিপাসু মানুষেরা ছুটে আসে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেল ষ্টেশনের পাশে অবস্থিত সলপ দই ঘর নামের ঘোলের দোকানে।

আব্দুল মান্নান খান নামের এক ব্যাক্তি ১৯১৪ সালে প্রথম এই ঘোল বানাতে শুরু করে এরপর দিনদিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় পারিবারিক ভাবে এই ব্যবসা ধরে রেখেছেন তার সন্তান ও নাতিরা। ঘোলের প্রধান উপকরন হিসেবে ব্যবহার দুধ, স্যাকারিন ও খাই সোডা। দুধের চেয়ে সর্বদাই মুল্য বেশি হয় মাঠা ও ঘোলের। বর্তমানে ঘোল ৬০ এবং মাঠা ৮০ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রয় করা হয়। ঘোলেব চেয়ে মাঠার স্বাদ তুলনামুলক বেশি হলেও ঘোলের চাহিদাই বেশি থাকে ভোক্তাদের কাছে। বিশেষ করে পহেলা বৈশাখ ও বিভিন্ন উৎসব মুহুর্তে এর চাহিদা পায় তবে রমজান মাসে সে চাহিদা যেন বৃদ্ধি পায় ২ থেকে ৩ গুন।

ঘোলের মাতৃভুমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপে দুটি দোকানে রমজান মাসে প্রতিদিন ১৪০ থেকে ১৬০ মন ঘোল ও মাঠা বিক্রি হয় তবে ১৫ রোজার পর থেকে তা ক্রমশ কমতে শুরু করে। এছাড়া বছরের সাধারন দিনগুলিতে দৈনিক ৬০ থেকে ৮০ মন ঘোল বিক্রি হয় এই ঘোল শুধু নিজ জেলা সিরাজগঞ্জে নয় এখান থেকে সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। এমনকি দেশের বাইরেও যায় এই ঘোল। শতবছরের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রভাতি সংঘ নামের একটি সংগঠন প্রতিবছর এখানে আয়োজন করে ঘোল উৎসব। দেশব্যাপি এই ঘোলের রয়েছে বিশেষ সুনাম ও পরিচিতি এমনটাই জানলেন ঘোল বিক্রেতা মো: সাদেক খান।

র‌্যাব এর অভিযানে সিরাজগঞ্জে ২৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে ২৯০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ও নগদ ১,৮২০ টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২৭), পিতা-মৃত মোবারক হোসেন, সাং- পশ্চিম জগথা (এমপি পাড়া), থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।