Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

02 September 2024

ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত ?

 ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত ?

ঘুমানোর সময় মোবাইল ফোন যেকোন দূরত্বে রাখা যেতে পারে। গবেষণায় একটা ব্যাপার আছে যেটাকে বলে পরিসংখ্যানগত তাৎপর্য (statistical significance)। মোবাইল ব্যবহারের সাথে বা মোবাইলের বিকিরণের সাথে কোন ধরণের ক্যান্সার বা স্নায়বিক সমস্যার সম্পর্ক আছে কি না সেটা নিয়ে গত ৩০ বছরে অনেক গবেষণা হয়েছে। কোন গবেষণায়ই এদের মাঝে কোন সম্পর্ক পাওয়া যায় নি।

এ নিয়ে বিস্তারিত জানার ইচ্ছে থাকলে নিচের দুটো সূত্র থেকে পড়ে নিতে পারেন। এ সূত্রগুলোতে প্রতিটা তথ্যের সাথে তাদের গবেষণার সূত্র দেয়া আছে। এবং কেন মোবাইল ব্যবহারের সাথে প্রচলিত গুজবগুলোর সম্পর্ক নেই সেটি ব্যাখ্যা করা আছে।

  1. আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট
  2. আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন

তাহলে কেন এই গুজবগুলো দেখা যায়? কারণ কোন খবরের ওয়েবসাইট ভয় দেখানো শিরোনামে লেখা লিখলে মানুষ সেটা সামাজিক গণমাধ্যমে বেশি শেয়ার করবে। বেশি শেয়ার করলে বেশি মানুষ পড়বে আর সেটা থেকে বিজ্ঞাপনের আয়ে বেশি হবে। এটুকুই।

স্বাস্থ্যগত কারণে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকা উচিৎ শুধুমাত্র যারা পেসমেকার ব্যবহার করে

। এর বাইরে যাদের মোবাইলের শব্দে বা কম্পনে (vibration) ঘুমের সমস্যা হয় তারা ঘুমের খাতিরে মোবাইল দূরে রেখে ঘুমাতে পারেন।

আর সামাজিক মাধ্যমে বিকিরণ (radiation) নিয়ে ভয় দেখায় (fear mongering) এমন মানুষের অভাব নেই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে বিকরণের সম্মুখীন হই। জেনে অবাক হবেন, প্রতি সেকেন্ডে আমাদের শরীরের ভেতর দিয়ে ১০০ ট্রিলিয়ন নিউট্রিনো কণা চলে যায়

 । যেকোন বিকিরণের নাম নিয়ে সামাজিক মাধ্যমে ভয় দেখানো আগের দিনের জ্বীন-ভূতে ধরার একটা আধুনিক সংস্করণ মাত্র।

প্রশ্নটি ছিলঃ ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত?


16 October 2019

সিরাজগঞ্জে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে পালিয়ে গেলেন সন্তানরা | mother on the street for her children

বৃদ্ধা মাকে মাজারে ফেলে রেখে পালিয়ে গেলেন সন্তানেরা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজার এলাকায় ফেলে রেখে যাওয়া সেই বৃদ্ধা মাকে গতকাল শুক্রবার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের কর্মীরা। এঘটনায় সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে। শিশুকাল থেকে লালন-পালন করে বড় করে তুলেছে। অসুস্থ বৃদ্ধা সেই মা’কে পরিবারের বোঝা মনে করে মাজারে ফেলে রেখে গেলো পাষন সন্তনেরা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজার এলাকায়। দুদিন আগে গাড়িতে করে ছেলে-মেয়েরা তাকে রেখে গেছে এটুকু বলতে পারলেও নিজের নাম পরিচয় বলতে পারছেন না ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা মা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস এসব তথ্য জানিয়ে বলেন, শনিবার দিনের কোন এক সময় সন্তানেরা গাড়িতে করে হযরত শাহ হাবিবুল্লাাহ (রহ:), মাজারের ভেতরে রেখে যায়। কিন্তু রাত হওয়ার পরও ওই বৃদ্ধাকে কেউ নিতে না আসায় এলাকাবাসী বৃদ্ধা মাকে বাইরে একটি ঘরের বারান্দায় রেখে দেয়। স্থানীয়রাই তাকে খাবার দিচ্ছেন। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। তিনি কথা বলতে পারলেও নাম-পরিচয় বলতে পারছেন না। কথা গুলো এলোমেলো। তবে শুধু বলছেন তার ছেলেরা গাড়িতে করে রেখে গেছে এখানে। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রোকনুজ্জামান বলেন, বৃদ্ধা নারী হাসপাতালে আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। আমরা চেষ্টা করছি তাকে সুস্থ্য করার জন্য। তার সব কিছু ভালো আছে। তিনি মানসিক ভাবে বিপর্যস্ত। শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন জানান, বৃদ্ধাকে মাজারে ফেলে রেখে যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বজনদের সন্ধান পাওয়া না গেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হবে। #mother #মাকে_রাস্তায়_ফেলে #bd_news #বৃদ্ধাশ্রম

--------------------------------------------------------------------------------------------------- Video Link - https://youtu.be/xTr71tBhiNo --------------------------------------------------------------------------------------------------- Channel Link : https://goo.gl/Uxfgma
---------------------------------------------------------------------------------------------------

27 July 2019

গভীর রাতে হাজির হলাম আপনাদের সামনে | The deep night appeared in front of you



গভীর রাতে হাজির হলাম আপনাদের সামনে | The deep night appeared in front of you

আমি মাসে কতটাকা আয় করি | Google Adsence Latter | Pin Verification

আমি মাসে কতটাকা আয় করি | Google Adsence Latter | Pin Verification #Google #Adsence #Verification --------------------------------------------------------------------------------------------------- Video Link - https://youtu.be/RjIoqOH_stk ---------------------------------------------------------------------------------------------------

অন্য জাতের ছেলের সাথে প্রেম করার পরিনতি | সত্যঘটনা

অন্য জাতের ছেলের সাথে প্রেম করার পরিনতি | সত্যঘটনা

#প্রেম
#Love
#সত্যঘটনা
---------------------------------------------------------------------------------------------------
Video Link - https://youtu.be/K28DTEQTNJU
---------------------------------------------------------------------------------------------------

মেয়েটির জন্য টাকা পাঠালেন সৌদি প্রবাসী | Saudi expatriates sent money for the girl

মেয়েটির জন্য টাকা পাঠালেন সৌদি প্রবাসী Saudi expatriates sent money for the girl #মেয়েটি #সৌদি #প্রবাসী --------------------------------------------------------------------------------------------------- Video Link - https://youtu.be/y09pPVOvvGU ---------------------------------------------------------------------------------------------------

রাস্তার পাশে এসব কি হচ্ছে দেখুন | Eating DANDY

চালক ড্যান্ডি খোর হলে যাত্রীর কি হবে | রাস্তার পাশে এসব কি হচ্ছে দেখুন | Eating DANDY

পেশাগত দায়িত্ব পালন শেষে আজ বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি ছেলের কান্ড দেখে আমাদের চোখ আটকে গেল । এরপর গাড়ি ঘুরিয়ে গিয়ে বসলাম ছেলেটির কাছে তারপর জানতে পারলাম ছেলেটি সিএনজি চালক । তার নাম করিম । করিমের জীবনের সামান্য গল্প তুলে ধরলাম এই ভিডিওতে ।

#সিএনজি_চালক  #ড্যান্ডি_খোর #DANDY
---------------------------------------------------------------------------------------------------
Video Link - https://youtu.be/Wf1tvkz1sSg
---------------------------------------------------------------------------------------------------

08 April 2019

তাতেঁর শাড়ী তৈরী হয় কিভাবে দেখুন #সত্যঘটনা_ReaLSTORY

ঘটঘট খটখট শব্দ শুনলেই বোঝা যায় এটা তাঁত পল্লী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের কামারখন্দ,এনায়েতপুর, বেলকুচি, উল্লাপাড়া ও শাহাজাদপুুর উপজেলায় প্রায় দুই লাখ তাঁতী পরিবার রয়েছে। তবে দফায় দফায় রং ও সুতা সহ প্রয়োজনীয় কাচাঁমালের মুল্য বৃদ্ধি পাওয়ায় যে হারে বাড়ছে উৎপাদন খরচ সে হারে বাড়ছে না পন্যের দাম তাই লোকসান খেয়ে দিনদিন বন্ধ হয়ে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিয্যবাহী তাঁত শিল্প, সেই সাথে বেকার হয়ে পড়ছে শত শত শ্রমিক। কেউবা আবার ঘুরে দাড়ানো আশায় লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন কিন্ত লোকসানের মুখে তাঁত বন্ধ করে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে অনত্র গিয়ে ভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। এছাড়া শ্রমিকের মুজরী বৃদ্ধির পরিবর্তে কমে যাওয়ায় শ্রমিক সংকটের কারনেও বন্ধ হয়ে গেছে অনেক তাতকল। নানাবিধ সমস্যায় জর্জরিত তাত শিল্প মালিকদের দাবী ভারতীয় শাড়ির আগ্রাসন এবং রং ও সুতার বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং সরকারের পৃষ্ঠপোষকতায় তাতের পন্য বানিজ্যিকভাবে রপ্তানি না হওয়ার কারনে তাতের এমন দুর্দিন চলছে আর এভাবে চলতে থাকলে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে দেশের ঐতিয্যবাহী তাতশিল্প। তবে এসকল বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় তাতবোর্ডের লিয়াজো কর্মকর্তা তবে তাতশিল্প মালিক সমিতির নেতৃবৃন্দরা বলছেন ভিন্ন কথা, সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে লোন দেওয়া হবে ক্ষতিগ্রস্থ তাতীদের তাই চলছে জরিপের কাজ জরিপ শেষেই মিলবে এই সুবিধা এতে উপকৃত হবে তারা এমনটাই দাবী করেছেন সমিতির নেতারা ।
#সত্যঘটনা #REALSTORY
---------------------------------------------------------------------------------------------------