21 April 2019

ভাড়া বাড়িতে দেহ ব্যবসার সময় ৩ পতিতা ও ভুয়া স্বামী এবং বাড়িওয়ালা সহ ৫ জন আটক | Deho Bebsa

বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা ও মিনি পতিতালয় অবশেষে থানা পুলিশ অনুসন্ধানী সাংবাদিকতায় আরো একটি সফলতা আমার ক্যারিয়ারে... শাহজাদপুরের সরিষাকোল গ্যাস পাম্পের নিকটে একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন দেহ ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপ করে মিনি পতিতালয় গড়ে তুলেছিল একটি চক্র। ছোটভাই আলমগীর ও মইনুল এবং আমার ক্যামেরাপার্সন কামাল আহমেদের সহযোগিতায় কৌশলে ফাঁদ পেতে বসেছিলাম এক সপ্তাহ যাবত.. অতপর আজ সকালে আমাদের পাতানো ফাঁদে আটকা পরে চার পতিতা এক খদ্দের ও আশ্রয়দাতা বাড়িওয়ালা সহ ৫ জন। এরপর থানায় খবর দিয়ে তাদের তুলে দিলাম পুলিশের হাতে। ..কিন্তু দুখজনক বিষয় হলো পুলিশের খুব অনিহা বোধকরেছি তাদের আটকের বিষয়ে.. চারবার ফোন করেছি ওসি সাহেবকে তারপরও ১০ মিনিটের রাস্তা আসতে পুলিশের সময় লেগেছিল ১ ঘন্টা প্রায় তাই এরমধ্যে এক পতিতা পালিয়েছে আমাদের চোখের আড়ালে..

No comments:

Post a Comment

Note