13 April 2019

অসহায় নারীর শ্লীলতাহানি ইজ্জতের মূল্য ভাগবাটোয়ারা | Women can't getting her worth

অসহায় নারীর শ্লীলতাহানি ইজ্জতের মূল্য ভাগবাটোয়ারা Women can't getting her worth

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার অসহায় এক তালাকপ্রাপ্তা নারীর শ্লীলতাহানি অভিযোগ উঠেছে । এঘটনায় ওই নারী ও তার পরিবারের লোকেরা স্থানীয় গ্রামপ্রধানদের কাছে বিচার চাইলে কতিপয় গ্রামপ্রধানরা অভিযুক্ত আসামী আলীমের থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে নিজেরাই ভাগবাটোয়ারা করে নিয়েছে বিচারকরা । এদিকে ইজ্জতের মূল্য না পেয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন সেই নারী ও তার পরিবার । বিস্তারিত দেখুন ভিডিওতে …

No comments:

Post a Comment

Note