যৌতুকের টাকা দিতে না পারায় হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে তালাক দেওয়া হয়েছে নদী নামের এই মেয়েটি কে । নিয়তির এই নিষ্ঠুরতায় চোখে মুখে শুধুই অন্ধকার দেখছেন হতভাগা নদীর পিতা দিনমজুর নুরুল ইসলাম .. তিন মাসের সন্তান পেটে নিয়ে বিচারের আশায় বুক ফাঁটা আর্তনাদে ভারী হয়ে গেছে নদীর আকাশ বাতাস .. তার প্রশ্ন কি হবে এখন এই সন্তানের পরিচয় ? কে দেখবে আমায় ?
বিস্তারিত দেখুন এই ভিডিওতে আর বেশি বেশি শেয়ার করুন যেন সরকারের নজরে আসে ..
Comments
Post a Comment
Note