23 October 2019

রিলিফ পাচারের সময় জনতার হাতে আটক নেতা | Leader held by public...

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নে গত শনিবার দুপুরে চোরাই ভাবে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় দুটি গাড়ি সহ ১০ টাকা কেজি মূল্যের ২১০ বস্তা চাউল রাস্তার মাঝে আটকে রেখে স্থানীয় সাংবাদিকদের খবর দিয়েছেন ওই এলাকার স্থানীয় সাধারন জনগন।
উল্লাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব হাসান ওই চাল জব্দ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ সাইফুদ্দিন, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নু ও পুলিশ সদস্যবৃন্দ। ঘটনার সময় সংশ্লিষ্ট ডিলার বাবলু কুমার রায় পালিয়ে যান। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানান, বড়হর ইউনিয়নের ডিলার ও বড়হর ইউপি সদস্য বাবলু কুমার রায় তার গুদাম থেকে ন্যায্য মূল্যের মোট ৬ হাজার ৩শথ কেজি চাল স্থানীয় ক্রেতাদেরকে না দিয়ে কালোবাজারে বিক্রির জন্য একটি ট্রলিতে করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন।
উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের পাশে বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে স্থানীয় জনগণ এ চাল আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই চাল জব্দ করে উপজেলা খাদ্য পরিদর্শকের জিম্মায় রাখেন। এ ছাড়া জব্দ করা চাল নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমাদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।
--------------------------------------------------------------------------------------------------- Video Link - https://youtu.be/R2qdh0szoKQ --------------------------------------------------------------------------------------------------- Channel Link : https://goo.gl/Uxfgma ---------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Note