শিশির আলম,সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে র্যাব-১২ এর ব্যাপকভাবে স্বসস্ত্র মহড়া শুরু হয়েছে। কোনো প্রকার নাশকতামূলক কর্মকা- এড়াতে এই টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১২ হেডকোয়ার্টার সিরাজগঞ্জ এর নবাগত অধিনায়ক (সিও) উইং কমান্ডার আব্দুল আহাদ।
বুধবার রাতে সিরাজগঞ্জ প্রতিনিধি শিশির আলম এর সাথে কথোপকথনের সময় তিনি আরো বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সর্বদাই ভুমিকা রাখে র্যাব। সেই লক্ষ্যেই আজ থেকে অতিরিক্ত টহল ও মহড়া জোরদার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলযোগে নিয়মিত টহলে থাকবে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
# ০৮.১১.২০১৮
শিশির আলম
সিরাজগঞ্জ প্রতিনিধি
০১৭১৭ ৮৬ ৫০ ২০
Comments
Post a Comment
Note