ভাবতেই মস্তিস্ক নিথর হয়ে যায়....
বড় দুখঃ জনক বিষয় যে বাংলাদেশের শিক্ষারমান কতটা নিচে নেমে এসেছে ... একজন ২০১২ সালে জিপিএ ৪.৪২ মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এমনকি তিনি একজন সরকারি চাকুরীজীবি ...অথচ তিনি দেখেও সঠিকভাবে বাংলা পড়তে পারেনা পারলেও উচ্চরন করতে সাংঘাতিক ভুল করে এমনকি ভুল উচ্চারনের কারনে ওই বাক্যটির তারতম্যই পরিবর্তন হয়ে যায়....আর লিখতে দিলে লা...জওয়াব.....বানান.... এমন একজন নয় কয়েকজনের সাথেই আমার পরিচয় হয়েছে ইতিমধ্যে.......ভাবতেই মস্তিস্ক নিথর হয়ে যায়....... শিক্ষা বিভাগ দেশের শিক্ষার হার বাড়াতে গিয়ে মান কমিয়ে ফেলেছে....চরমভাবে আহত হওয়ার পথে বাংলা ও বাংঙ্গালীর ভাষাগত মুল্যবোধ ।
No comments:
Post a Comment
Note